ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়
সব জ্বরই কি ডেঙ্গু জ্বর?
সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।
ডেঙ্গুর লক্ষন সমুহ
মাথা ব্যথা
.সাধারণত চোখের পিছনে তীব্র ব্যথা হয়।
জ্বর ও ঠান্ডা লাগা
.৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে
মাংসপেশি ও অস্থিতে ব্যথা
মাংসপেশি ও অস্থি সন্ধিতে ব্যথা হাড় এবং পেশিতে ব্যথা অনুভূত হয়
চামড়ায় ফুসকুড়ি
.শরীরের বিভিন্ন জায়গায় লাল ফুসকুড়ি দেখা দিতে পারে
ডেঙ্গু টেস্ট প্রাইসিং
বিকাশের মামাধ্যমে পেমেন্টে পাবেন ৫০ টাকা ছাড় !
ডেঙ্গু টেস্ট
৳
১,১৯৯
একজন
- CBC with platelet count
- Dengue NS1 (জ্বরের ১-৩ দিন) অথবা IgG/IgM (জ্বরের ৪-৭ দিন)
- SGPT
- SGOT
ডেঙ্গু নিয়ে জানুন
ডেঙ্গু থেকে সচেতন হতে আমাদের সাথে থাকুন !